বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশে তরুণ/তরুণীরা অনেক সময় ব্যায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল কোকেন’ বলে আখ্যায়িত করা হয়েছে। টেলিকম রেগুলেটরি কমিশন থেকে জানানো হয়েছে যে, দেশে ফেসবুকসহ অন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মধ্যমগুলোতে ১০ মিলিয়নেরও বেশি শিক্ষার্থীরা অযথা এখানে সময় ব্যায় করে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন,‘এখানে শিক্ষার্থীরা স্মার্টফোনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় ব্যায় করে। যা সামাজিক ও একাডেমিকভাবে তাদের ক্ষতিগ্রস্থ করছে। বর্তমানে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ‘ডিজিটাল কোকেন’এ রুপান্তর হয়েছে।’
দেশের অর্ধেক লোক ইন্টারনেট পাওয়া সত্ত্বেও বিশ্বের অন্য দেশগুলোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের দেশের শিশু/কিশোরদের কাছে জনপ্রিয়। ফেসবুক এর নিজস্ব এক্সেস এর একটি অংশ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে দেয়া হয়েছে। এমনকি দেশের ১৬০ মিলিয়ন দরিদ্র লোকেরাও সোশ্যাল মিডিয়ার বাইরে নয়। যেহেতু দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আশক্তি কমানোর কোন উপায় নেই তাই বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এই প্লাটফর্মগুলো ব্যাবহারের ওপর মূল্য পরিশোধের বিষয়টি যুক্ত করতে চাচ্ছেন।
এতেকরে ব্যবহারকারীদের আসক্তি কমে আসবে বলে তিনি মনে করেন। তিনি বলেন,‘ব্যবসায়ীক সাইট, শিক্ষামূলক সাইটগুলোতে প্রবেশের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হবে যাতে এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য আমরা মাইক্রো লেভেলের কাজ শুরু করেছি যা আস্তে আস্তে ব্যপক হবে।’ দেশের অধিকাংশ ইন্টারনেট ব্যবহার হয় স্মার্টফোনের মাধ্যমে। উল্লেখ্য, ১ মাস আগে দেশে থ্রিজি থেকে ফোরজি নেটওয়ার্কে উন্নীত হয়েছে। সূত্র :এএফপি
বাংলা৭১নিউজ/জেড এইচ