সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে ই-পেমেন্ট নিয়ে মাসব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এই কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় আরটিজিএস সিস্টেমের মাধ্যমে শুল্ক-করাদি, সরকারি ফি, চার্জ ইত্যাদি পরিশোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ৫০ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের প্রধান খন্দকার মো. শরিফুল আলমসহ বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
বাংলা৭১নিউজ/এসএইচ