যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে ইরান জানিয়েছে দেশটির বিষয়ে যে কোনো ধরনের ভুল হলে তার চরম মাশুল গুনতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনীর অন্যতম সামরিক উপদেষ্টা ও আইআরজিসি’র সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতারীতে ইরান এমনভাবে হামলা চালাবে যাতে এগুলো সাবমেরিনের মতো পানির নীচে তলিয়ে যাবে।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তির আগ মুহূর্তে শনিবার (২ জানুয়ারি) ইয়াহিয়া সাফাভি এসব কথা বলেন ।
এ সময় তিনি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীকে কয়েক ঘণ্টার মধ্যে সাবমেরিনে পরিণত করে দেয়ার ক্ষমতা ইরানের রয়েছে।
সালাভি আরো বলেন, আমরা কখনো আগে যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার মোকাবিলা করব।
গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।
বাংলা৭১নিউজ/এমকে