বাংলা৭১নিউজ,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।
ওই বার্তায় আরো বলা হয়, সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক এবং বেলা ১১ টায় মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গীপাড়া হেলিপ্যাড থেকে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
বাংলা৭১নিউজ/সিএইস