বাংলা৭১নিউজ,(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা থেকে মহাসড়কের দুই প্রান্তে ২৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল থেকে এ যানজট শুরু হয় এবং তা দিনভর ক্রমশ বাড়তে থাকে।ফলে যানজটে আটকে পড়া শত শত যানবাহনের হাজার হাজার যাত্রীকে পোহাতে হয় চরম ভোগান্তি। অনেক পরিবহন থেকে শত শত যাত্রী মালামাল নিয়ে নেমে পড়েন এবং দূর গন্তব্যের উদ্দেশে হাঁটতে শুরু করেন।
যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার শবেবরাতের ছুটির কারণে মহাসড়কে যানবাহন ও যাত্রী বেড়েছে- যা অন্য যে কোনো দিনের তুলনায় ৪ গুণেরও বেশি। ওয়াকিফহাল মহলের মতে মেঘনা সেতুর টোল আদায়ে ধীরগতি, অতিরিক্ত যানবাহন চলাচল, কাঁচপুর সেতুতে গাড়ি বিকল, নতুনভাবে দুটি সেতুর চলমান কাজ, সেতুর ওপর যাত্রীবাহী বাস বিকল হওয়া ইত্যাদি তীব্র যানজটের কারণ।
যানজট নিরসনে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ অব্যাহতভাবে কাজ করতে দেখা গেছে।
বাংলা৭১নিউজ/এইচ.এস