সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যে সময় কেউ সাহস করেনি, তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি : তারেক রহমান বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪ এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত বুড়িমারী স্থলবন্দর ২২ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি শুরু পূবালী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২ বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২৪১ রানে গুটিয়ে গেল পাকিস্তান ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫ দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা নির্বাচনকে যারা পিছিয়ে নিতে চায় তাদের ওপর জঙ্গিভূত ভর করেছে পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ‘উপদেষ্টা কিংবা সদস্য হইনি বরং দায়িত্ব নিয়েছি’ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোটের জন্য

সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫) ও রাফি (২৩) নামের দুই শ্রমিক নিহত হয়েছে।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

ওই কমপ্লেক্সের নিরাপত্তা কর্মীরা জানান, তিনজন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন৷ এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দুজন শ্রমিক৷ অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন৷ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান৷

কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশার মেরামত কাজ করার সময় তুহিন ও রাফি নামের দুজন এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপ-শাখায় এসি মেরামতের জন্য টেকনিশিয়ান তুহিন ও সহকারী রাফিকে পাঠানো হয়। সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে দুজন মারা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com