বাংলা৭১নিউজ, ফেনী: ফেনীর সোনাগাজীর ৬নং চরচান্দিয়া ইউনিয়নে তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয়ে জালভোট ও কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের গুলিতে বিএনপির এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম মাসুদ বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
শনিবার সকাল ৮টার দিকে ভোট শুরুর পর আওয়ামী লীগ কেন্দ্র দখল করে জাল ভোট দিতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ও বিএনপি প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগের এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে বিএনপি কর্মী মাসুদ নিহত হয়।
বাংলা৭১নিউজ/এসএইস