বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধি: সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকাসংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে এলাকাবাসীর সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে আমরা থানা হেফাজতে নিয়ে এসেছি। আমরা বন বিভাগের লোকজনদের খবর দিয়েছি। তাদের সহযোগিতায় হরিণটি চিডিয়াখানা অথবা নিরাপদ বনে অবমুক্ত করা হবে।
বাংলা৭১নিউজ/এস.এ