বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ইয়াবা ও বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফাতারকৃত যুবক ওই গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভাদাদিয়া গ্রামের জনৈক গোলাম সারওয়ারের বাড়ির সামনে থেকে সাইফুলকে আটক করে।
এ সময় তার দেহতল্লাশি করে ১৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘর থেকে একনলা বন্দুক ও অন্য ঘর থেকে তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার এসআই ছায়েদুর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এমএম