নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া, বেইলর, জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া, মিরেরটেক বাজারসহ কয়েকটি আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ। এসময় পাঁচ কিলোমিটার ব্যবহৃত পাইপ লাইন জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসাবাড়িতে রান্নার কাজ চলছিল। এতে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আনিকা আক্তার, তিতাসের সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, রিয়াজ মহিউদ্দিনসহ পুলিশের একাধিক টিম।
বাংলা৭১নিউজ/এআর