সেশনজট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা অবস্থান নেন। এক পর্যায়ে আড়াইটার দিকে তারা শাটলের চাবি নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বিকেল ৪টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওই বিভাগের শিক্ষার্থী এমদাদুল হক বলেন, সাত বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন পর্যন্ত মাস্টার্স পরীক্ষা দিতে পারিনি। এখানে থাকতে যে পরিমাণ খরচ হয় সেটি নিয়মিত বাড়ছে। দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিবারের ওপর আর কতো নির্ভর করে চলবে শিক্ষার্থীরা? অন্যান্য বিভাগে চার বছরে স্নাতক শেষ হয়, সেখানে আমরা কেন পিছিয়ে?
কাফনের কাপড় জড়িয়ে থাকা ২০২০-২১ শিক্ষাবর্ষের অমি বলেন, কাফনের কাপড় পড়ে মৃতের ভঙ্গিতে শুয়ে আছি। এটা যদিও একটি নীরব প্রতিবাদ। কিন্তু বাস্তবেও আমরা জীবিত নেই। আমরা জীবিত অবস্থায় মৃত হয়ে গেছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান শুভ বলেন, শিক্ষার্থীরা শাটল চালককে সরিয়ে চাবি নিয়ে আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উপ-উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। তাদের দাবিগুলো তিনি শুনছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যে সমাধান হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ