বিশ্বের শীর্ষ সেলিব্রেটিদের অ্যাকাউন্টে সাঁড়াশি অভিযান চালিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।
হঠাৎ করে গত বৃহস্পতিবার থেকে তাদের ‘বিশেষ’ হওয়ার পরিচিতি নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
পাকিস্তানেও এ অভিযান চালিয়েছে টুইটার। সাবেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান থেকে শুরু করে মরিয়ম নওয়াজ, বিলাওয়াল ভোট্টো, বাবর আজম এমনকি অভিনেত্রী মাহিরা খানের অ্যাকাউন্ট থেকেও ‘ব্লু টিক’ চিহ্ন তুলে নেওয়া হয়েছে।
টুইটারের মালিক ইলন মাক্সের সাফ কথা নামের পাশে ‘ব্লু টিক’ চিহ্ন দেখতে চাইলে এখন থেকে প্রতিমাসে ৮ ডলার করে গুণতে হবে।খবর জিওনিউজের।
বাংলা৭১নিউজ/এবি