লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সম্মানিত ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মেদ ২০১৯-২০ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিটে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন।
বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ- কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহম্মেদ একই অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনে দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী হিসেবেও স্বীকৃতি অর্জন করেন।
এ উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহম্মেদ এর পক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা সম্মাননা গ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এবি