বাংলা৭১নিউজ,ডেস্ক: প্রতিবছর ‘মিনি আইপিএল’ বা ‘ওভারসিস আইপিএল’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি বছরের সেপ্টেম্বরে হবে মিনি আইপিএল এর প্রথম আসর।
বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই আসরের তারিখ ও ফরম্যাট খুব দ্রুতই ঘোষণা করা হবে।
‘মিনি আইপিএল’-এ আটটি দলই অংশ নিবে। তবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে না। দুই সপ্তাহের মধ্যে অল্প সংখ্যক ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্ষুদ্রতম এই আসর।
২০০৮ সাল থেকে প্রতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর।
এবারের আসরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
বাংলা৭১নিউজ/সিএইস