বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় ট্যাংকের মধ্যে পড়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের প্রগতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। বালতি তুলতে ট্যাংকে নেমে তিনি অজ্ঞান হয়ে যান। এসময় ছেলেকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নামেন আবুল কালাম হাওলাদার। সেসময় তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ওসি মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ