বাংলা৭১নিউজ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ মোট তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশের পরিদর্শক শাহজাহান খান। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস