বাংলা৭১নিউজ, ঢাকা: মাগুরার চার বছর বয়সী সেই ‘বৃদ্ধ’ শিশু বায়জিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। বার্ন ইউনিটের প্রধান প্রফেসর ডা: আবুল কালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বৃদ্ধ’ শিশু বায়েজিদ আজ সকাল ৯টায় হাসপাতালে আসে। আমরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। শিশুটিকে হাসপাতালে ভর্তি ও আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে মেডিক্যাল বোর্ড বসিয়ে চিকিৎসা শুরু করা হবে।
বাংলা৭১নিউজ/সিএইস