বাংলা৭১নিউজ,ঢাকা: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ৯টা ৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে দুপুর ১২টা ৬ মিনিটে। যেহেতু সূর্য উঠেছে সেহেতু আংশিক দেখা যেতে পারে।
বলয়গ্রাস সূর্যগ্রহণ বা এনুলার হয় তখনই যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে না পারে। চাঁদ সূর্যের কাছে থাকলে তখন পুর্ণ সূর্যগ্রহণ হয় অর্থাৎ পুরোপুরি ঢেকে যায়। আর চাঁদ দূরে থাকলে চারিদিকে রিংয়ের মতো আলো দেখা যাবে। এজন্যই একে বিজ্ঞানীরা ‘রিং অব ফায়ার’ বলেন।
গ্রহণটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত চলবে।
এই সূর্যগ্রহণটি সবচেয়ে ভালো দেখা যাবে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে আবহাওয়ার পূর্বভাস থেকে জানা যায়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে দেশের বেশিরভাগ অঞ্চলে।
২০২০ সালের ২১ জুন আবার এই ধরনের সূর্যগ্রহণ হবে। প্রতিবছর না হলেও এক বছর পরপর এই গ্রহণ হয়।
বাংলা৭১নিউজ/এমএস