সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলছে লেনদেন।
ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা সাড়ে ১১টা ২৩ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইর শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৩টির, কমেছে ৯১টির এবং অপরির্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার।
অপরদিকে ১১টা ২৭ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৭২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করে।
সর্বাত্মক লকডাউনে ব্যাংক কার্যক্রমের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারে লেনদেন হবে সপ্তাহে চার দিন। সোমবার থেকে লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।
বাংলা৭১নিউজ/এবি