বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচন না দিলে আওয়ামী লীগের করুণ পরিণতি হবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, স্বাধীনতার সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এ অবস্থা চললে দেশ থাকবে না। পরিত্রাণের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন। এতে আওয়ামী লীগের ভূমিকা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।
শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, দেশে এখন অপরাধ অনেক বেড়ে গেছে। নারী নির্যাতন, ধর্ষণ বেড়ে গেছে। সরকারের সেদিকে নজর নেই। তারা লুটপাটে ব্যস্ত।
নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘মারামারি, কাটাকাটি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকব, এসব বাদ দিয়ে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যেটা দেশের মানুষ, বিদেশিরা সকলেই চায়। যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সকলের সমান সুযোগ থাকবে।’
তিনি আরো বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো করব না। এটাই আমাদের রাজনীতির ব্যতিক্রম দেখতে পাবেন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য সেখানেই খুঁজে পাবেন।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগের এ পাঁচ পছরে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে। বুঝতে পেরেছেন কীভাবে তারা দুর্নীতি করেছে?’
এর আগে তার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস