বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপোষ নয় -সিইসি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি : গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারও সাথে কোনোভাবে আপোষ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘যত নির্বাচন হবে, গণতান্ত্রিক পন্থায় যেসব আইন বিধিবিধান আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নির্বাচন অনুষ্ঠান করবো। কারও সাথে কোনোভাবে আপোষ করবো না।’ সেক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সিইসি আরও বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্র ও গণতন্ত্রের মুল ভিত্তি যে নির্বাচন, সেটাকে সুষ্ঠু ও গ্রহনযোগ্য উপায়ে ভালোভাবে সম্পন্ন করতে আমরা যেমন দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি সকলের সহযোগিতাও চাই।’
মঙ্গলবার ময়মনসিংহ টাউনহল সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উদ্দেশ্য একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা। এবং সেই সঠিক ভোটার তালিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। যারা ভোটর তালিকা প্রণয়ন করবেন তারা দায়িত্ববোধ থেকে নির্ভূল তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘একটি সঠিক নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে সঠিক ভোটার তালিকা প্রণয়ন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সহকর্মীবৃন্দ বিভিন্ন পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাবেন। তাদের সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত থাকবেন। তাদের সাহায্য-সহযোগিতা ছাড়া এই ব্যাপক কর্মকান্ড পরিচালনা করা সম্ভব নয়।’
এসময় সিইসি অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা ভোটার তালিকা হালনাগাদ করার দায়িত্বে নিয়োজিত থাকবেন, তারা দায়িত্ব-কর্তব্যবোধের প্রতি দৃষ্টি রাখবেন। কারণ, তারা ভূল করলে ভোটার তালিকা সঠিকভাবে সম্পন্ন হবে না।’
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কমিশানার মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ আহমেদ খান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন।
এসময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করার কাজে যারার নিয়োজিত, তারা কোনেরকম অবহেলা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা তাদের অল্প পারিশ্রমিক দেই, কিন্তু সেটা বড় কথা না। সাংবিধানিকভাবে তারা দায়বদ্ধ।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কেউ বলেনি নির্বাচনে অংশগ্রহন করবে না।’ তিনি আশা করেন, সব দল নির্বাচনে অংশগ্রহন করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com