দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
এর আগে বুধবার (৬ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে প্রথমদিনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি (১টা থেকে ২টা পর্যন্ত) দিয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সাত হাজার ৮৮৮ ভোটারের মধ্যে প্রথমদিন ভোট দিয়েছেন তিন হাজার ২৬১ জন আইনজীবী।
প্রথম দিনের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দ্বিতীয় দিনও ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়েরের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। নির্বাচন পরিচালনায় উপ-কমিটিকে সহযোগিতা করছেন ১৫০ জন আইনজীবী।
দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সভাপতি, সহ-সভাপতি (দুটি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক (দুটি) এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য নির্বাচন হয়।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজন অংশ নিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ