বাংলা৭১নিউজ, ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ১৩৭ রানে হারায় টাইগাররা।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ টাইগারদের। তবে একম্যাচ হাতে থাকতেই সোমবারই সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা আসর থেকে বিদায় নেওয়ায়। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সোমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। তিনদলের গ্রুপ থেকে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জিততেই হতো দলটিকে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে হেরে গেছে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।
ফলে গ্রুপে দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলেরই নিশ্চিত হয়ে গেছে সুপার ফোর পর্ব। আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বলতে গেলে সেই ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
বাংলা৭১নিউজ/জেড এইচ