মনিরুল ইসলাম দুলু, মংলা প্রতিনিধি: সুন্দরবনের জোংড়া খাল এলাকা থেকে বনদস্যু ‘বড় ভাই’বাহিনী প্রধানসহ ৫ দস্যুকে আটক করেছে র্যা ব। দস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১শ ৯০ রাউন্ড গুলি।
র্যা ব-০৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ’র (মংলা) পশুর নদীর জোংড়া খালে বনদস্যু বড় ভাই বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যা ব।
এ সময় বড় ভাই বাহিনী প্রধান মোশারফসহ ৫ দস্যুকে আটক করা হয়েছে। আটককৃত দস্যুদের কাছ থেকে ৩টি একনালা বন্দুক, ১টি দোনালা বন্দুক, ১টি পয়েন্ট টুটুবোর রাইফেল, ১টি ওয়ান শুটারগান ও ১শ ৯০ রাউন্ড বিভিন্ন ধরণের তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক দস্যু ও উদ্ধার হওয়া গোলাবারুদ খুলনা দাকোপ থানায় হস্তান্তরের করা হয়েছে বলে জানায় র্যা ব।
র্যা ব কর্মকর্তা আদনান কবির বলেন, বড় বড় দস্যু বাহিনীগুলো মংলা, বরিশালসহ বিভিন্নস্থানে র্যা ব-০৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পন করায় সুন্দরবনের দস্যুতা এখন নেই বললেই চলে। দুই একটা যে ছোট বাহিনী রয়েছে তাদেরকেও আইনের আওতায় এনে সুন্দরবনকে দস্যুম্ক্তু করা হবে। সে লক্ষ্যে র্যা ব-০৮ এর দস্যু দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস