রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

সুন্দরবনে বাহিনী প্রধানসহ ৪ দস্যু গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

পুরনো পেশায় ফিরে আবার সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে আত্মসমর্পণ করা বনদস্যুরা। আজ মঙ্গলবার ভোর রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে অস্ত্র ও গুলিসহ নতুন করে গড়ে ওঠা ফজলু বাহিনীর প্রধানসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চার বনদস্যু। 

এদের মধ্যে বাহিনীর প্রধান মো. ফজলু শেখ ২০১৮ সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করা বনদস্যু ‘শান্ত বাহিনী’র সেকেন্ড ইন কমান্ডার ছিলেন। গত বছরও বনদস্যু ফজলু স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সহয়তা নিয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট ডিবি পুলিশ ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার বনদস্যুদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়। তারা হলেন, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের আহাদ আলী শেখের ছেলে বনদস্যু ফজলু বাহিনী প্রধান মো. ফজলু শেখ (৪২), ফজলু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখারী গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাত মোড়ল (৪০) ও জিগিরমোল্লা গ্রামের নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। গ্রেফতার বনদস্যুদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, সাত রাউন্ড গুলি, দুইটি রাম দা, একটি হাতুড়ি, একটি লোহার পাইপ, চারটি টর্চ লাইট ও একটি ডিঙি নৌকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রেস ব্রিফিংয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে কয়েকটি গ্রুপ বনদস্যুতা শুরু করেছে বলে পুলিশের কাছে খবর আসে। এসব বনদস্যুরা সুন্দরবনের পেশাজীবীদের জিম্মি করে মোবাইল ফোনের মাধ্যমে তাদের স্বজনদের কাছ থেকে অর্থ দাবি করে আসছিলেন।

এরমধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণকৃত বনদস্যু শান্ত বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার মো. ফজলু শেখ নিজের নামে বাহিনী গড়ে সুন্দবনের দাপিয়ে বেড়ানোর বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়। মঙ্গলবার ভোররাতে বনদস্যু ফজলু বাহিনীর অবস্থান সনাক্ত করে ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে অস্ত্র ও গুলিসহ নতুন ফজলু বাহিনীর প্রধানসহ চার বনদস্যুকে গ্রেফতার করা হয়।

বাহিনীর প্রধান মো. ফজলু শেখ ২০১৮ সালে আত্মসমর্পণ করা বনদস্যু শান্ত বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ছিলেন। ওই সময় ফজলুসহ আত্মসমর্পণকৃত দস্যুদের পুনর্বাসনের জন্য সরকার ব্যাপক সহযোগিতা করেছে। এমনকি গতবছরও এই ফজলু বাগেরাহাটে সুন্দরবন দস্যুমুক্ত দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকেও আর্থিক অনুদান নিয়েছেন।

গ্রেফকারকৃত ফজলু বাহিনীতে পাঁচ সদস্য ছিলেন। এর মধ্যে বাহিনী প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক সদস্যকে আটকে অভিযান চলছে। এছাড়া, আটক দস্যুদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং এদের গড ফাদারদের চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃক বনদস্যুদের নামে  অস্ত্র আইনে জেলা ডিবি পুলিশ মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com