বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সাথে বনদস্যু সত্তার বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। সুন্দরবনের শেলা নদীর আমবাড়ীয়া এলাকার গহিন বনে মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী ওই বন্দুক যুদ্ধ চলে। এতে সত্তার বাহিনীর ওই সদস্য নিহত হয়েছেন। এ সময় র্যাব সদস্যরা ৩টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ।
র্যাব-০৮ এর এডিসনাল এসপি সুরাত আলম জানান, সুন্দরবনের শেলা নদীর আমবাড়ীয়া এলাকায় জলদস্যুরা ঘাটি করে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ঘটনাস্থলে পৌছালে সত্তার বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোরে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ঘন্টা ব্যাপী গুলি বিনিময় পর দস্যুরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত এক দস্যুর মরদেহ ও তিনটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, নিহত বনদস্যু মরদেহ শরণখোলা থানায় হস্থান্তর করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনা স্থল তল্লাশি করে ০২টি একনালা বন্দুক,০১টি সটপগান, ২টি রামদা উদ্ধার করে। অস্ত্র,গোলাবারুদ ও মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় হস্থান্তর করা করে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/জেএস