বাংলা৭১নিউজ, খুলনা: সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু শেখ ওরফে কোপা শামসু (৪৫) নিহত হয়েছে।
আজ দুপুরে বাগেরহাট মোংলার সুন্দরবনের শ্যালা নদীর মৃগমারী সংযোগ খালে এ ঘটনা ঘটে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি সিঙ্গেল ব্যারেল বন্দুক, দুটি দেশি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ৩৬ রাউন্ড গুলি ও দুটি রাম দা উদ্ধার করেছে।
খুলনা র্যাব-৬ এর অপারেশন অফিসার জাহিদ হোসেন জানান, মৃগমারী সংযোগ খালে বনদস্যু শামসু বাহিনীর সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ শুরু হয়। ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বাহিনী প্রধান শামসুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা র্যাব-৬ পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম জানান, আশংকাজনক অবস্থায় আটক করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে শামসুর মৃত্যু হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ও দুটি রাম দা উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস