বাংলা৭১নিউজ, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সুন্দরবনে অভিযান চালিয়ে জলদস্যু নুর ইসলাম বাহিনীর তিন সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল, একটি ওয়ানশ্যুটার গান ও ৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপাটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা দস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের আবদুল কাদের, সোরা গ্রামের মো. ইসা ও জয়মনি গ্রামের নাজমুল।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপাটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খাল থেকে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তিন দস্যুকে আটক করা হয়েছে। আটককৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস