বাংলা৭১নিউজ, জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের মধ্যে হারবাড়িয়ায় এলাকায় ৭৫০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ এমভি নিলয় -২ ডুবে গেছে। রবিবার ভোরে এই জাহাজ ডুবির পর এখনো শুরু হয়নি উদ্ধার অভিযান।
ডুবে যাওয়া লাইটার জাহাজের ড্রাইভার আনিছুল হক মুঠোফোনে জানান, মোংলা বন্দরের সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্ল¬াস বানিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে রবিবার ভোরে নোয়াপাড়া যশোরের উদ্যেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২। ছেড়ে আসার পর কিছুদূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় লাইটার জাহাজটি। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয় নৌযানের সকল কর্মচারীরা।
এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার ডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ। তিনি আরো জানান, জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে চ্যানেল সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রয়েছে। ডুবন্ত জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য মালিকপক্ষকে আজ রোববার সকালে নোটিশ দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কয়লার জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের কি পরিমান ক্ষতি হবে বা হয়েছে তার উপর নির্ভর করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস