বাংলা৭১নিউজ, স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা থেকে :
ঘন্টাব্যাপী সংঘর্ষের পর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলেদের হাতে চারটি অস্ত্রসহ ধরা পড়েছে দুই জলদস্যু। তাদেরকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান আজ বুহস্পতিবার(১৫ জুন) সকাল ৮ টার দিকে বনের মালঞ্চ নদীর কাছে চালতাবাড়িয়া খালে একদল জলদস্যু নিরীহ জেলেদের ওপর হামলা করে।
তারা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। তিনি জানান জেলেরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা করে। এ নিয়ে দুই পক্ষে প্রায় এক ঘন্টা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে জেলেদের হাতে ধরা পড়ে দুই জলদস্যু। এরা হচ্ছে শ্যামনগরের বুড়িগোয়ালিনীর মনিরুল ইসলাম ও আশাশুনি উপজেলার মির্জাপুর গ্রামের গোলাম রসুল।
জেলেরা তাদের কাছ থেকে ১ টি বন্দুক , তিনটি কাটা রাইফেল ও ২৫ রাউন্ড গুলি জব্দ করে। পরে তাদেরকে অস্ত্রসহ যৌথবাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস