বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: মুক্তিপনের দাবীতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)-৮ এর সদস্যরা। মঙ্গলবার (১৫ মে) ভোর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর পীরখালি নামক এলাকা থেকে র্যাব সদস্যরা তাদেরকে উদ্ধার করে।
গত ১৩ মে দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া আহরণের সময় বনদস্যু কাজল বাহীনির সদস্যরা তাদের অপহরণ করে।
উদ্ধারকৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মন্ডলের ছেলে বিশ্ব মন্ডল (২০), সুজীর মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (২৫), ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলাকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ চন্দ্র মন্ডল (২০)।
র্যাব-৮ এর এক কর্মকর্তা জানান, বনদস্যু কাজল বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, বনদস্যু কাজল বাহিনীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস