বাংলা৭১নিউজ, প্রতিনিধি: গত চার দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
আজ বুধবার সকালে শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া, জিরোপয়েন্ট, নবীনগর, বড়পাড়া নতুনপাড়াসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ওই এলাকার সড়কে পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজানঢলে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও জামালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ছাতক পৌর শহরের তাঁতীকুলা, বৌলা, বাঁশখোলা ও নোয়ারাই গ্রামে সুরমা নদীর পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে যাওয়ায় বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সর্বত্র বন্যার আশঙ্কা রয়েছে। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস