বাংলা৭১নিউজ,সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। সোমবার বিকালে ও সন্ধ্যায় জেলার ধর্মপাশা ও সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক দুই স্থানে এ ঘটনা ঘটে।
নিহতদের পারিবরিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কলাইয়া গ্রামে আবদুল আউয়াল নিজের আবাদকৃত বেগুন ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন।
পরে আবদুল আউয়ালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে জেলার সুনামগঞ্জের ধর্মপাশার বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফজল হক নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, সোমবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নে চন্দ্র সোনারথাল বেড়িবাঁধ প্রকল্পের লাগায়ো ধারাম পুরানবন হাওরে বজ্রপাত পড়লে ওই ব্যক্তির মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এস.এম