শেষ হলো সুইডেনের জাতীয় নির্বাচন ২০২২। স্থানীয় সময় গতকাল রবিবার নির্বাচনের দিন শেষে রাতটি রূপ নিলো এক উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর রাতে। রাত ৮টায় শেষ হয় ভোট গ্রহণ। এরপর শুরু হয় সুইডেনের ৬৫৭৮টি নির্বাচনী জেলার ভোট গণনা।
তারপর রাত যতো বাড়তে থাকে, চির প্রতিদ্বন্দ্বি দুই ব্লকের শিবিরেও যেন সমগতিতে বাড়তে থাকে উত্তেজনা। দুই ব্লকই যেন সমানে সমান, হাড্ডাহাড্ডি লড়াই। এগিয়ে চলছিল ভোট গণনা। কিছুতেই বোঝা যাচ্ছিল না কে জেতে-কে হারে।
যখন ভোট গ্রহণ শেষ হয়, তখন বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যমের ভোট কেন্দ্রিক জরিপে সোস্যাল ডেমোক্র্যাটের দলনেতা এবং সুইডেনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের জোট এগিয়ে ছিল।
কিন্তু যখন বেশির ভাগ নির্বাচনী জেলার ভোট গণনা শেষ হয়, তখন বিরোধী জোটের নেতা এবং মডারেট পার্টি প্রধান উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট সংসদের মাত্র দু’টি আসন বেশি পেয়ে এগিয়ে ছিলেন। সেই সাথে দেখা যায় উগ্র-ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাট দলটিকে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে সুস্পষ্ট অবস্থান নিতে।
নিয়মানুযায়ী নির্বাচনে সমস্ত ভোট দুবার গণনা করা হয়। প্রথমবার ভোট গণনাকে ‘প্রাথমিক’ এবং দ্বিতীয়বারকে ‘চূড়ান্ত’ বলা হয়। নির্বাচনের দিন রাত ৮টা থেকে প্রাথমিক ভোট গণনা শুরু হয়। নির্বাচনী জেলাগুলোর ভোট গণনা শেষ হলে নির্বাচন কর্তৃপক্ষ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভোটের শতাংশ অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত আসন সংখ্যার কথা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, নির্বাচনে কোয়ালিশন বা ব্লক যা-ই হোক না কেন, কোনো দল যদি ন্যূনতম ৪ শতাংশ ভোট না পায়, তাহলে সংসদে তারা প্রতিনিধিত্ব করতে পারে না ।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য কোনো দল বা কোয়ালিশন জোটকে কমপক্ষে ১৭৫টি সংসদীয় আসন পেতে হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫৭৮টি নির্বাচনী জেলার মধ্যে ৬২০৩টির ভোট প্রাথমিকভাবে গণনা শেষ হয়েছে এবং উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট (মডারেট, ক্রিস্ট ডেমোক্র্যাট, লিবারেল এবং সুইডেন ডেমোক্র্যাট) পেয়েছে ১৭৬টি আসন এবং বর্তমান প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন নেতৃত্বাধীন জোট (সোস্যাল ডেমোক্র্যাট, সেন্টের (কৃষক), ভেন্সতের (বাম) এবং পরিবেশবাদী দল) পেয়েছে মোট ১৭৩টি আসন।
নির্বাচনী জেলাগুলোর প্রাপ্ত ভোটের হিসেবে ম্যাগডালেনা অ্যান্ডারসনের জোট পেয়েছে ৪৮.৮ শতাংশ ভোট এবং উলফ ক্রিস্টারসনের জোট পেয়েছে ৪৯.৮ শতাংশ ভোট। এছাড়াও অন্যান্য ছোট দলগুলো সম্মিলিতভাবে পেয়েছে ১.৪ শতাংশ ভোট।
তবে, এটাই নির্বাচনের শেষ ফলাফল নয়। বিদেশে অবস্থানরত সুইডিশদের ভোট এবং ‘আগাম’ দেওয়া ভোটগুলো গণনা শেষ হলে বুধবারের প্রথম দিকে প্রাথমিকভাবে ‘সম্পূর্ণ’ নির্বাচনের ফলাফলটি পাওয়া যাবে।
সুইডেনের নির্বাচনী আইন অনুযায়ী ১১ সেপ্টেম্বরের তিন সপ্তাহ পূর্ব থেকেই অর্থাৎ ২৪ আগস্ট থেকে ভোটাররা সুইডেনের বিভিন্ন লাইব্রেরি এবং মিউনিসিপ্যালিটিতে স্থাপিত সাময়িক ভোটকেন্দ্রগুলোতে আগাম ভোট দিতে পারবেন। এছাড়াও কেউ চাইলে পোস্টের মাধ্যমেও আগাম ভোট দেওয়ার নিয়ম রয়েছে।
সুতরাং ১১ সেপ্টেম্বর ৬,২৬৪টি নির্বাচনী জেলার ভোট গণনা শেষ হলেও বিদেশ থেকে প্রাপ্ত এবং আগাম দেওয়া ভোটগুলো গণনা না হলে নির্বাচনের সম্পূর্ণ ফলাফল পাওয়া যাবে না বলে জানিয়েছে সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষ।
ম্যাগডালেনা অ্যান্ডারসন এক প্রতিক্রিয়ায় বলেন যে, সোশ্যাল ডেমোক্র্যাটরা এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তারা একটি চমৎকার নির্বাচন করেছে। নির্বাচনে সবচেয়ে বড় বিজয়ী আজ একক কোনো দল বা প্রার্থী নয়। প্রথম এবং সর্বাগ্রে, নির্বাচনের দিনে সুইডিশ গণতন্ত্রের বিজয় হয়েছে। ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন যে, একটি সম্পূর্ণ নির্বাচনী ফলাফল পেতে আরো সময় লাগবে এবং সেজন্য সবাইকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
উলফ ক্রিস্টারসন তার প্রতিক্রিয়ায় বলেন, ”মডারেটকে সবাই সমাবেশকারী দল বললেও, বস্তবেও আমরা মূলত ‘সমাবেশকারী’ দল। বর্তমানে সুইডেনে দরকার ঐক্যবদ্ধ হয়ে সমবেত হওয়া, সম্মিলিতভাবে সমাবেশে জড়ো হওয়া”।
বাংলা৭১নিউজ/এসএস