মানিকগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মো. রবিন (৪০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সলন্ডী এলাকার ডায়না ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
রবিন ওই ভাটায় ইঞ্জিন মিস্ত্রির কাজ করতেন। তিনি বগুড়া জেলার কালিয়াকৈর গ্রামের আজাহার আলী শেকের ছেলে। নিহত রবিনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
ভাটা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ইটভাটার বয়লার মেশিন চালুর জন্য সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে রবিন মারা গেছেন।
বাংলা৭১নিউজ/এমকে