মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন তুরস্কে রাতের আঁধারে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১০ চার অতিরিক্ত ডিআইজি ও ১৬ পুলিশ সুপারকে বদলি বন্দিদের হাতে উপহারও তুলে দিল হামাস, যা বলছে ইসরাইল নির্ধারিত ব্যয় থেকে বাদ ২১৪ কোটি টাকা বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, ৩ বিলিয়ন ডলার বাণিজ্যের আশা সবজিসহ কৃষিপণ্য বিক্রি বন্ধ করল সরকার, যে কারণ বললেন উপদেষ্টা যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০ পদক জিতলো বাংলাদেশ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প বিকাশ এজেন্টের টাকাভর্তি ব্যাগ নিয়ে পালালো ছিনতাইকারী তেজগাঁয়ে রেলেওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা এনআইডির জরুরি সেবা অব্যাহত রাখতে ইসির নির্দেশনা ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর : আইএসপিআর শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ

সীমান্ত দিয়ে ঢাকায় অর্ধকোটি টাকার কসমেটিকস, চোরাকারবারি গ্রেফতার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। অভিযানে ফিরোজ আলম বাবু (৩৭) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বনশ্রীতে গ্রেফতার ফিরোজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। পাশাপাশি তার বাসার সামনে কসমেটিকস লোড করার সময়ে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এসব পণ্য আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়। যার মধ্যে শরীরের রঙ ফর্সাকারী চার ধরনের পণ্য রয়েছে। যার সংখ্যা ২৫ হাজারের বেশি। এর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

এসব পণ্যে আনুমানিক ৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই তথ্য স্থানীয়ভাবে যাচাই করেছে ডিবি।

ডিসি মিজানুর রহমান আরও বলেন, মূলত এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজারে ও অনলাইনে বিক্রি হতো। এসব পণ্যের গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকছে না। কারণ এই পণ্যগুলো কোথায় কারা তৈরি করেছে এবং পণ্যের মান যাচাই করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেই সুযোগ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষতি আশঙ্কা থেকে যাচ্ছে।

বিভিন্ন সময় চোরাই পণ্য জব্দ করা হয়, কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। হোতাদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ডিসি মিজান বলেন, গ্রেফতার ফিরোজ জানিয়েছেন, তিনি একটি চক্রের মাধ্যমে স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে এসব পণ্য নিয়ে আসে। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে যায়।

তবে এক্ষেত্রে স্থানীয় কিছু লোক জড়িত আছে। এই চক্রের প্রতিটি ধাপে লোক আছে। এই চোরাচালান একটি চেইন মেনে করা হয়। আমাদের যে মামলা নিয়েছি সেটার তদন্তে বেরিয়ে আসবে এবং এর মূলহোতাকে গ্রেফতার করা হবে।

সীমান্তে কোনো দুর্বলতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের সীমান্তে বিজিবি আছে। তারা সীমান্ত সুরক্ষায় কাজ করছে। দেশের তিন দিক দিয়ে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত। এই বিশাল সীমান্তটি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষা দিচ্ছে। তবে অপরাধীদের ভিন্ন ভিন্ন কৌশল থাকে এবং তারা সময়ের সঙ্গে কৌশল পরিবর্তন করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com