বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশ জঙ্গিবাদ বিরোধী যুদ্ধের সময় অতিক্রম করছে। জঙ্গিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করেই দেশের শান্তি-উন্নয়ন-গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ বিরোধী যুদ্ধের চশমা দিয়েই দেশের রাজনৈতিক পরিস্থিতি দেখতে হবে, রাজনৈতিক করণীয় নির্ধারণ করতে হবে।
জনাব ইনু বলেন, দেশের অভ্যন্তরে জঙ্গি ও জঙ্গি-সঙ্গীদের ষড়যন্ত্র আর সীমান্তের মিয়ানমারের ষড়যন্ত্র মোকাবেলা করেই শান্তি বজায় রাখতে হবে। তিনি বলেন, বেগম জিয়া আর বিএনপি তাদের ফায়দা হাসিলের রাজনীতি করতে গিয়ে রাজনীতির রোহিঙ্গাকরণ করে দেশেরও ক্ষতি করছে, রোহিঙ্গাদেরও ক্ষতি করছে।
তিনি বলেন, জঙ্গি ও জঙ্গি-সঙ্গী দমনের কাজ, উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়ার কাজ, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও রোহিঙ্গা শরনার্থীদের তাদের নিজ দেশে ফেরৎ পাঠানোর কাজÑ সবই এক সাথে চলবে। ‘রোহিঙ্গা ইস্যু’ ব্যবহার করে ধর্মীয় ও সাম্প্রদায়িক জিগির তুলে অশান্তি তৈরি উস্কানী ও উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা মোকাবেলা করা হবে।
তিনি বলেন, নির্বাচনের নামে জঙ্গি ও জঙ্গি-সঙ্গীদের হালাল হবারও অপচেষ্টা প্রতিহত করা হবে। জনাব হাসানুল হক ইনু এমপি আজ শুক্রবার সকাল ১১ টায় ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির সভায় সভাপতির প্রারম্ভিক ভাষন দিচ্ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিরীন আখতার এমপি, রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, এড. গিয়াস উদ্দিন, গোলাম মারফ মনা, আব্দুল মতিন, অশোক রায়, মোসলেম উদ্দিন, রাশেদুল ইসলাম রানা প্রমূখ।
সভা রাত পর্যন্ত চলবে। সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেছেন।
বাংলা৭১নিউজ/বিকে