বাংলা৭১নিউজ, ডেস্ক:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ উদ্যোগে সিলেটের তামাবিল ও ভারতের ডাউকি সীমান্তে দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন চলছে। গতকাল শুরু হওয়া এই ক্যাম্পেইন শেষ হবে আজ শনিবার।
উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ সীমান্তের উভয় পাশে বসবাসকারী সাধারণ মানুষের কল্যাণে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ক্যাম্পেইনের প্রথম দিন ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্তবর্তী উমসিম গ্রামের ‘ক্লাব হল’ এ বিজিবি ও বিএসএফের চিকিৎসকদল সমন্বিতভাবে ওই এলাকায় বসবাসকারী অসুস্থ ও দুঃস্থ সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়। বিজিবি ও বিএসএফের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ে এই মেডিক্যাল ক্যাম্পেইনের প্রথম দিনে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছেন।
বিজিবির চিকিৎসকদলে বিজিবির চিকিৎসকদের পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
ক্যাম্পেইন চলাকালে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিকেল অফিসার লে. কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেন সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএসএফের ডিআইজি (মেডিকেল) ড. এ সি ভার্দওয়াজান, বিএসএফ শিলং সেক্টরের ডিআইজি ধর্ম পাল টোকাস, ৩০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এস আর খান ও উপ-অধিনায়ক ভি এন প্রাশারসহ বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শহরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এ বিষয়টি গত ২৩-২৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে উভয় মহাপরিচালক গুরুত্বের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে এবং সীমান্তবাসীদের কল্যাণে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে সম্মত হন। এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তে বিজিবি ও বিএসএফ সমন্বিতভাবে নিজস্ব চিকিৎসকদলের মাধ্যমে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করে সীমান্তবাসীদের পাশে থাকার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।
বিজিবি ও বিএসএফ এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ তাদের আন্তরিক সন্তুষ্টি প্রকাশ করেছেন। সীমান্তবাসীদের কল্যাণে ভবিষ্যতে অন্যান্য সীমান্তেও বিজিবি-বিএসএফের যৌথ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এই কর্মসূচি সীমান্তবাসীদের কল্যাণের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্তের সার্বিক নিরাপত্তায় জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেড এইচ