বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। তিনি পেশায় রাখাল ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু আনতে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন মিজানসহ কয়েকজন। বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিজান। এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মিজানের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে