বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

সীমান্তে তিন মরদেহ: এখনো উদ্ধার হয়নি রহস্য

বেনাপোল প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে একদিনেই তিন যুবকের মরদেহ উদ্ধার নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে একজনের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় এবং দুজনের মরদেহ নদীর তীর থেকে উদ্ধার করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) ৬ ঘণ্টার ব্যবধানে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

ঘটনার তিনদিন পার হলেও এখনো জানা যায়নি কীভাবে তাদের মৃত্যু হয়েছে। পুলিশও কিছু জানাতে পারেনি। তবে নিহতদের পরিবারের দাবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুইজনকে বেনাপোলে ও একজনকে চৌগাছার শাহাজাদপুরে দাফন করা হয়েছে।

জানা যায়, বুধবার বিকেলে শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বেনাপোল পোর্ট থানার চৌগাছার শাহাজাদপুরের জামিলুর রহমানের ছেলে সাকিবুর রহমানের (২২)। তিনি বেনাপোলের দিঘীরপাড় গ্রামের নানা বাড়িতে থাকতের।

এর আগে সকালে একই এলাকার আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (৩৫) ও কাগজপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলমের (৩০) মরদেহ সীমান্তের পাঁচভুলোট ও পুটখালী থেকে উদ্ধার করা হয়।

সাকিবুরের মামা আজগার আলি বলেন, সাকিবুর ট্রাকের হেলপারি করতো। মঙ্গলবার দুপুরে ট্রাকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে লোকমুখে খবর পেয়ে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড়ে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।

পরে জানতে পারি লোভে পড়ে স্থানীয় কিছু চোরাকারবারির সঙ্গে সে মঙ্গলবার রাতে চোরাচালানের পণ্য আনতে ভারতে গিয়েছিল। কীভাবে মৃত্যু হলো, সে বিষয়ে পরিবার এখনো কিছুই জানতে পারেনি।

সাবু হোসেনের স্ত্রী হাসি বেগম জানান, সকালে লোকমুখে খবর পান পুটখালী সীমান্তের ইছামতী নদী পাড়ে তার স্বামী আহত অবস্থায় পড়ে আছেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়ে আসার পথেই সাবু মারা যান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মাঝে মাঝে সাবু মালামাল আনতে ভারতে যেতেন। বিএসএফের নির্যাতনে তার স্বামী মারা গেছেন বলে দাবি করেন তিনি।

অপরদিকে জাহাঙ্গীরের ভাই আলমগীর জানান, তার ভাই দীর্ঘ ১৫ বছর ধরে ভারতে থাকেন। তিনি ভারতীয় একটি মেয়েকে বিয়ে করে সেখানে বসবাস করতেন। বর্তমানে ভারতীয় ভিসা বন্ধ থাকায় জাহাঙ্গীর অবৈধ পথে কয়েকদিন আগে ভারত থেকে বাড়িতে বেড়াতে এসেছিলেন।

মঙ্গলবার রাতে ভারতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে সকালে লোকমুখে খবর পান, জাহাঙ্গীরের মরদেহ পাঁচভুলোট সীমান্তের ইছামতী নদীর পাড়ে পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সীমান্তের বিভিন্ন সূত্রে জানা গেছে, যে তিনজনের মরদেহ পাওয়া গেছে তাদের ৫-৭ জনের একটি দল আছে। তারা ভারত থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক এবং চোরাচালানি পণ্য পাচার করে এনে দেশে সরবরাহ করে। বিএসএফের হাতে তারা আটক হয়। বিএসএফ আটকদের বেদম মারপিট করে।

মৃত্যু নিশ্চিত করে রাতের আঁধারে সীমান্তের ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন মরদেহ ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে সকালে দুইটি ও বিকেলে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। উদ্ধারকৃত মরদেহগুলোর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

অপর একটি সূত্র জানায়, ওই এলাকার স্থানীয়দের সঙ্গে লেনদেনের ঝামেলায় অথবা বিএসএফের নির্যাতনের শিকার হয়ে তাদের মৃত্যু হতে পারে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, মরদেহ সীমান্তের ইছামতি নদীর পাড়ে পড়ে আছে খবর পেয়ে শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহে শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ বৃহস্পতিবার নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশ বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেছে। কীভাবে মরদেহগুলো সীমান্তে নদীর পাড়ে এলো এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, পাঁচভুলোট, অগ্রভুলাট ও পুটখালী সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে বুধবার সকালে ও বিকেলে পৃথক পৃথক স্থান থেকে মরদেহগুলো পাওয়া যায়।

পরে পুলিশ সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বিএসএফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছু জানে না বলে জানিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com