বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে রুবেল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
বুধবার (১৫ মে) সকালে মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে ছয়জন আহত হন। তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের একজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসবকরা।
বাংলা৭১নিউজ/এস.এ