চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. সামিউল ইসলাম সজীব (৬)। সে ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিশু সজীব নিজ ঘরে খেলার সময় ওপর থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, শিশুটি নিজ ঘরে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে তার লাশ দাফন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এএস