বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় চলছে কাউন্টার টেরোরিজম ইউনিটের অ্যাসল্ট সিক্সটিন অভিযান। অভিযানে আত্মঘাতী স্কোয়াডের ২জনসহ তিন জঙ্গি নিহত হয়েছে।
এখন পর্যন্ত জঙ্গি আস্তানা থেকে জিম্মি থাকা ২ পরিবারের ৯ জনকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান শুরু হওয়ার পর থেকেই মুহুর্মুহু গুলি এবং বোমার আওয়াজে প্রকম্পিত হচ্ছিলো চারপাশ। এসময় সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কৌশলে বাড়ির ভিতরে ঢুকে পড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ।
এসময় আত্মঘাতী স্কোয়াডের ২ সদস্য নিহত হন। পরে বন্দুকযুদ্ধে নিহত হন আরো এক জন। এদিকে এ ঘটনায় ২ সোয়াতের সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার। আহত দুই সোয়াত সদস্যকে চট্টগ্রাম সিএমএইচে নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এন