বাংলা৭১নিউজ,সিলেট প্রতিনিধি: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফর রহমানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপব্যবস্থাপক মো. শাহ আলম জানান, মো. লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। গ্যাসফিল্ডের বাসভবনে তিনি একা থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।
সকালে তিনি অফিসে না আসায় সহকর্মীরা তার মোবাইলে ফোন দেন। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে গ্যাস ফিল্ড অফিসের ভেতর বাসভবনে গিয়ে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। তবে ভেতর থেকে ওই কক্ষের দরজা বন্ধ ছিল।
২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।
বাংলা৭১নিউজ/এস.এম