বাংলা৭১নিউজ,ডেস্ক: সিলেট অঞ্চল ও হাওরে বোরো ধান দ্রুত ঘরে তুলছেন কৃষকরা। এসব এলাকার বোরো ধান কাটা শেষের দিকে। আজ পর্যন্ত সিলেট অঞ্চলের চার জেলায় ৭০ শতাংশ ধান ও হাওরের ৯০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ একথা জানিয়ে বলেন, সিলেটে উচু জমি ও হাওরে নিম্নাঞ্চলের জমিতে বোরো মৌসুমে চার লাখ ৭৪ হাজার ১৯৫ হেক্টর আবাদ হয়েছে। এর মধ্যে কেবল হাওর অঞ্চলে দুই লাখ ৬৯ হাজার ২৮৯ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
সিলেট অঞ্চলে এর মধ্যে আজ পর্যন্ত তিন লাখ ৩১ হাজার ৬৯২ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। হাওরে দুই লাখ ৪২ হাজার ৩শ’ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে।
শ্রীনিবাস দেবনাথ বলেন, পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাস দিয়েছিল। এজন্য ধান ৭০-৮০ শতাংশ পাকার পরপরই কৃষকদের ধান কাটার পরামর্শ দেয়া হয়। এছাড়া এ বছর পর্যাপ্ত শ্রমিক থাকায় দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে।
২০১৬ সালে অকাল বন্যায় এ অঞ্চলের ৬০ ভাগ ফসল পানিতে তলিয়ে যায়। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে বন্যার আশঙ্কার কথা জানিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। তবে, আজ পর্যন্ত সে রকম বৃষ্টি বা উজানের ঢল লক্ষ্য করা যায়নি।
কৃষি কর্মকর্তা বলেন, সিলেটে এক লাখ ৬২ হাজার শ্রমিক ধান কাটায় নিয়োজিত। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করছেন।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায়, সিলেট অঞ্চলে এবার ১৮ লাখ ৬৪ হাজার মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চার জেলায় বোরোর আবাদ লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ৭৩ হাজার মেট্রিক টন। আবাদ হয়েছে চার লাখ ৭৪ হাজার ১৯২ হেক্টর জমিতে।
হাওরাঞ্চল সুনামগঞ্জে এবার দুই লাখ ১৯ হাজার ৩শ’ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হবিগঞ্জ জেলায় আবাদ হয়েছে এক লাখ ২০ হাজার ৮শ’ হেক্টর জমিতে। সিলেট জেলায় আবাদ হয়েছে ৮০ হাজার ৫৬৫ হেক্টর ও মৌলভীবাজার জেলায় ৫৩ হাজার ৫৩০ হেক্টর জমিতে।
বাংলা৭১নিউজ/এসএম