বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেটে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতও করে ছিনতাইকারীরা।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে সিলেট নগরের সাগরদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিতা বেগম গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত ব্যবসায়ী সালেহ আহমদ গেদা মিয়া (৫৫) সাগরদিঘীরপাড় ৩৩/১০ বাসার মৃত ছিদ্দেক আলীর ছেলে।
আম্বরখানা সোনালী ব্যাংক ভবনের নীচ তলায় বৈদেশিক মুদ্রার ব্যবসা করেন গেদা মিয়া। ঘটনার সময় একটি ব্যাগে ১৫ লাখ টাকা নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথেই ৪টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। এসময় টাকার ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।
সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বাংলা৭১নিউজ/এমএস