বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করেন র্যাব-৯ এর সদস্যরা।
আটকরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর থানার সুজাতপুর গ্রামের মৃত কুদ্দুস মেম্বারের ছেলে মো. জনি (৩২) ও একই থানার উত্তর সরারচর গ্রামের মহরম আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (২৫)। তারা দুজন কার্ভাড ভ্যানের চালক ও হেলপার বলে জানা গেছে।
র্যাব-৯ এর সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৩ হাজার ৫৫০ টাকা, একটি কাভার্ড ভ্যান, ৬৭টি খালি গ্যাস সিলিন্ডার, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, জব্দকৃত আলামতসহ আটককৃত দুই যুবককে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস