শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে আগাম বন্যার শঙ্কা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষ ২২ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার অভিযান কানাডায় শিখ নেতাকে খুনের ঘটনায় ৩ ভারতীয় গ্রেফতার তামিম-হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে দাপুটে জয়ে শুরু বাংলাদেশের বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক

সিলেটে সাংবাদিকদের সাথে জমিয়তের উলামায়ের মতবিনিময়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শেখ আব্দুল মজিদ, সিলেট প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলন সফল করতে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। লিখিত বক্তব্যে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম” প্রতিষ্ঠা করাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মুখ্য উদ্দেশ্যে।
তিনি বলেন, সিলেট বিভাগের প্রতিটি উপজেলা এমনকি প্রতিটি গ্রামে গ্রামে জমিয়তের দাওয়াত পৌছে দিতে তৃণমূল পর্যায়ে জমিয়তের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্দেশ্যেই সিলেট বিভাগীয় কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলে ইতিমধ্যে সিলেট বিভাগের ৩৯টি উপজেলায় দাওয়াতি সফর শেষ হয়েছে এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ ও জেলার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার, ফেস্টুন ও ব্যানার।
শাহীনূর পাশা চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অত্যাসন্ন। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। নিকট অতীতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত প্রার্থীরা খেজুর গাছ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়েছেন এবং বিজয়ী হয়েছেন অনেকে। তাই আগামী সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে জমিয়ত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করবে এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও মেয়র প্রার্থী দেয়া হবে।
তিনি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজিত জমিয়তের কর্মী সম্মেলন সফল করতে প্রশাসনের সহযোগিতা, জাতির বিবেক সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি আরো জানান, কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহতরাম সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। সম্মেলন উদ্বোধন করবেন বিভাগীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আল্লামা হাফিজ তাফাজ্জুল হক। সভাপতিত্ব করবেন সিলেট জেলা জমিয়তের সভাপতি ও বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল বছীর, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুযযামান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা রুহুল আমীন নগরী, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন, মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমীন, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, আতিকুর রহমান নগরী, কবির আহমদ খান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোঃ লুৎফুর রহমান, সহ সভাপতি আবুল খয়ের, আমদুল হক উমামা, হাফিজ সুহাইল আহমদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com