বাংলা৭১নিউজ, সিলেট : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি থেকে সিলেটে শুরু হচ্ছে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’। তিন দিনব্যাপী এ মেলা রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে।
মেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম-এর সহযোগিতায় ১০টি সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Solve-A-Thon’ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ‘Solve-A-Thon’ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের ১৮ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সিলেট জেলার ‘Solve-A-Thon’ প্রতিযোগিতা আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টায় মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/এম