বাংলা৭১নিউজ, শেখ আব্দুল মজিদ, সিলেট অফিস : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে সিলেটে স্কাউটের প্রতিষ্টাতা রবার্ট স্টিফেন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর জন্মবার্ষিকী ও রোভার স্কাউটিং এর শতবর্ষ পালিত হয়েছে।
সিলেট জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে স্কাউটের প্রতিষ্টাতার জন্মবার্ষিকী ও রোভার স্কাউটিং শতবর্ষ উপলক্ষে নগরীতে বর্নাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি মদন মোহন কলেজ হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মদন মোহন কলেজে এসে শেষ হয়।
পরে কেক কেঠে জন্মবার্ষিকী ও বিপি দিবস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মদন মোহন কলেজ এর অধ্যক্ষ ও সিলেট জেলা রোভার এর সিনিয়র সহ সভাপতি ড.আবুল ফতেহ ফাত্তাহ। সিলেট জেলা রোভার স্কাউট এর সভাপতি অধ্যাপক মো: মবশি^র আলী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মদন মোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক স্বর্বানী অর্জুন, মদন মোহন কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক রফিকুল ইসলাম,সিলেট জেলা রোভার স্কাউট এর কোষাধ্যক্ষ ডা. মোস্তাফা শাহ জামান চৌধুরী বাহার, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল এর সহকারী পরিচালক মো: রাসেল আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা রোভার স্কাউট এর যুগ্ম সম্পাদক সাইদ আহমদ হাসান, সিলেট জেলা রোভার স্কাউট এর সহকারী কমিশনার তোফায়েল আহমেদ তুহিন, আরএস এল নওশাদ আহমেদ চৌধুরী, আরএস এল গালিব রহমান, আরএস এল যীশু তোষ দাশ, আরএস এল আবু তাহের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার ও গার্ল-ইন রোভার উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস